Bangladesh
Bangladesh Assembly prays to free COVID19
মোনাজাতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘হে আল্লাহ আমাদেরকে তুমি করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষা দান কর। বাংলাদেশের মাটি থেকে আল্লাহ তুমি করোনাভাইরাসকে নির্মূল করে দাও। তোমার গজব, আজাব তুমি তুলে নাও মাওলা। বাংলাদেশের মানুষের প্রতি তুমি তোমার রহমত বর্ষণ কর। তুমি তোমার রহমতের শামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে ঢেকে দাও। তুমি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেফাজত কর। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেই চলার পথকে তুমি সুগম করে দাও।’
রোববার (১৪ জুন) সংসদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনায় এই মোনাজাত করা হয়। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। মোনাজাতে কেঁদে বুক ভাষান ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমার ছোটবেলার খেলার সাথী মোহাম্মদ নাসিম, এছাড়া ধর্মমন্ত্রী মোহাম্মদ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ সারা পৃথিবী থেকে এই করোনাভাইরাসকে তুমি নির্মূল করে দাও। আল্লাহ তুমি তোমার খাস রহমত ও বরকত দিয়ে আমাদের দেশটাকে ভরপুর করে দাও’।
তিনি বলেন, ‘আমরা তোমার কাছে তওবা করেছি। আল্লাহ তুমি বলেছ, তুমি তওবা পছন্দ কর। আমরা তওবা করছি- আমরা আর গুনাহ করব না। আমরা নিজেরা ভালোভাবে চলাফেরার চেষ্টা করব। তারপরও কি তুমি আমাদের প্রতি রহমত করবে না?’
কান্নাজড়িত কণ্ঠে তিনি সৃষ্টিকর্তার কাছে আরও প্রার্থনা করে বলেন, ‘দয়া করে তুমি আমাদের প্রতি রহমত কর। তুমি যদি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও তাহলে তোমার নামের অমর্যাদা হবে। আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়ে তোমার কী লাভ?’
