Bangladesh

Bangladesh Army's role appreciated by international leader, feels proud: Hasina

Bangladesh Army's role appreciated by international leader, feels proud: Hasina

Bangladesh Live News | @banglalivenews | 09 Feb 2020, 07:30 am
ঢাকাঃ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখছেন তাঁর জন্য রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উনি বলেন এমন পদক্ষেপ নিতে হবে যাতে দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা যেন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

হাসিনা এই কথাগুলি আজ মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডিএসসিএসসি কোর্সে অংশ নেওয়া দেশি-বিদেশি সামরিক কর্মকর্তাদের সনদ প্রদান অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় বলেছেন।

“আমাদের সবচেয়ে বড় একটা সৌভাগ্য হল, আমাদের সশস্ত্র বাহিনী যেখানেই কাজ করছে সেখানে তারা সুনাম অর্জন করছে। তাদের একটা ভালো জিনিস যেটা শুধু একজন সামরিক কর্মকর্তা হিসেবেই না, তাদের মধ্যে যে মানবিক গুণাবলী রয়েছে সেই মানবিক গুণাবলীর মাধ্যমে তারা জনগণের হৃদয়ে একটা স্থান করে নিয়েছে," হাসিনা বলেন।

নিজের বিদেশ সফরের প্রসঙ্গ তুলে ধরে উনি বলেনঃ "আমি যখন বিদেশে যাই বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাদের সঙ্গে যখন দেখা হয়, যারা আপনাদের সঙ্গে কাজ করেছে, তারা যখন প্রশংসা করে গর্বে আমার বুক ভরে যায়।"