Bangladesh
Bangladesh appoints new Army Chief General Aziz Ahmed
ঢাকা, জুন ১৮ঃ বিজিবির সাবেক মহাপরিচালক আজিজ আহমেদ এই দেশের আগামী সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন।
আজ দেশের প্রতিরক্ষা মন্ত্রালয় ওনাকে আগামী ২৫ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধান পদে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাহ করেছে।
আজিজ আহমেদ এই দেশের সাধারণ নির্বাচনের সময় সেনাপ্রধানের দায়িত্বে থাকবেন।
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন উনি।
এই মুহূর্তে আজিজ সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে আছেন।
আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডের জিওসির পদেও আগে উনি কাজ করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন এই মুহূর্তে দেওয়া আছে।
