Bangladesh

Bangladesh: 7 Indian Tablighi Jamaat members quarantined
Amirul Momenin

Bangladesh: 7 Indian Tablighi Jamaat members quarantined

Bangladesh Live News | @banglalivenews | 08 Apr 2020, 01:54 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ৮ : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তাবলিগ জামাতের সাত ভারতীয় মুসল্লিকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান।

জানা গেছে, গত জানুয়ারি মাসে ভারত থেকে এসে টঙ্গীর ইজতেমায় যোগ দেন তাবলিগ জামাতের সাত মুসল্লি।

আখেরি মোনাজাত শেষে বাংলাদেশে ছড়িয়ে পড়েন তারা। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন ইউএনও।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান বলেন, তাবলিগ জামাতের সাত ভারতীয় মুসল্লি রাঙ্গাবালীতে আছেন খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। তাদেরকে ওই খানকায়ে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টাইনে তারা নিরপাদে আছেন।