Bangladesh

Bangladesh: 10 dacoits arrested

Bangladesh: 10 dacoits arrested

Bangladesh Live News | @banglalivenews | 26 Aug 2019, 12:05 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৬ : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের লালদিঘী এলাকার আবাসিক হোটেল তুনাজ্জিনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দলনেতা মো. হানিফ (৪০), মো. লিয়াকত হোসেন (২৪), মো. আকরাম (২৩), মো. তৌফিক (২৬), মো. মাসুম (২৬), নয়ন মল্লিক (২২), মো. মিলন (২৫), মো. কামাল হোসেন (২৮), জামাল উদ্দিন (৩০), মো. কামাল ওরফে ভূসি কামাল (৩২)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।


রোববার সুপুর সাড়ে ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, গত ফেব্রুয়ারি ও জুনে নগরের জুবলী রোড ও নন্দনকানন এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনার অনুসন্ধানে নেমে একটি আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পায় পুলিশ। যারা চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ শহরে ও বাণিজ্যিক এলাকায় শো-রুম, বিকাশের দোকান, কাপড়ের দোকান ও বড় মুদির দোকানে চুরি-ডাকাতি করে থাকে।


শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের লালদিঘী এলাকার আবাসিক হোটেল তুনাজ্জিনে অভিযান চালিয়ে ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ফের নতুন করে চুরি -ডাকাতির জন্য তারা চট্টগ্রাম এসেছিল। তাদের কাছ থেকে সুটি দেশীয় তৈরি অস্ত্র, চারটি কার্তুজ, একটি লোহার কাটার, একটি লোহার রড উদ্ধার করা হয়।