Bangladesh
Banani: Larva found in home
ঢাকা, জুন ১ : রাজধানীর বনানীতে নির্মাণাধীন তিনটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তাদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন।
অভিযানে ১৪টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এডিস মশার লার্ভা পাওয়া এসব স্থানে মশার কীটনাশক ছিটানো হয়।
এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।
উল্লেখ্য, এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত মোট চার লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
