Bangladesh
Awami League 'rebels' to contest in Dhaka City Polls
যে ১২৯ টি ওয়ার্ডে লড়াই হবে তাতে ৭৭টিতেই আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের স্বদলীয় ‘বিদ্রোহী’ প্রার্থীদের মোকাবিলা হবে।
এই ওয়ার্ডগুলিতে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা হল ১১১ জন।
বর্তমান কাউন্সিলর বিদ্রোহী প্রার্থী হিসেবে মোট নয়জন লড়াই করছেন।
সংখ্যার দিকে তাকালে দেখা যাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) ৭৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন ৭২ জন।
ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) মোট অয়ারদের সংখ্যা হল ৫৪।
এর মধ্যে ৩৫টিতে ৩৯ জন বিদ্রোহীরা মোকাবিলা করতে চলেছেন।
আওয়ামী লীগ গত মাসে ২৯ ডিসেম্বর তারিখে দুই সিটির কাউন্সিলর পদে দলীয় সমর্থনের তালিকা প্রকাশ করেছিল।
সাতটি প্রার্থী পড়ে পরিবর্তন করা হয়।
দলীয় হুঁশিয়ারির পর অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেও রয়ে যান এই ৭৭ জন বিদ্রোহী।
ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হতে চলেছে ৩০ জানুয়ারি।
ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
