Bangladesh
Awami League complains: EC is partially biased
এ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে দলটির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সুধাসদনে এ সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন: গত কয়েকদিন ধরে বিএনপি নেতৃবৃন্দের কথাবার্তায় নির্বাচনী পরিবেশ বিনষ্টের উস্কানি প্রত্যক্ষভাবে পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা, প্রজাতন্ত্রের বিশ্বস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, অপপ্রচার করে নির্বাচনকে বিতর্কিত করার ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার অপপ্রয়াস পরিলক্ষিত হচ্ছে।
এসময় তিনি যোগ করেন, একটি অসত্য অভিযোগ নির্বাচন কমিশনকে দেয়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একজন ডিসি, দু’জন এডিসি এবং চারজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের অবশ্যই সে এখতিয়ার রয়েছে। কিন্তু যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত ছিলো। আমরা মনে করি তারা বঞ্চিত হয়েছেন। একজনের বিরুদ্ধে অভিযোগ আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আত্মপক্ষ সমর্থন করতে না দেওয়ার প্রেক্ষিতে সে অবশ্যই আংশিকভাবে পক্ষপাতের অভিযোগ রাখতেই পারে। আওয়ামী লীগ প্রত্যাশা করে নির্বাচন কমিশন সে ব্যাপারে আরও বেশি যত্নবান হবে, সতর্ক হবে।
আওয়ামী লীগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনছে কিনা জানতে চাইলে রহমান বলেন: আমরা পুরোপুরি পক্ষপাতদুষ্টের অভিযোগ আনছি না। কিন্তু, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া হলে অবশ্যই আংশিকভাবে সে অভিযোগ করা যায়।
এসময় তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে আমরা খবর পেয়েছি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি জাল ব্যালট পেপার পর্যন্ত ছাপাচ্ছে। এসময় কক্সবাজার থেকে জাল ব্যালট পেপার পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন: তাদের যে নীলনকশা, সেই নীলনকশা অনুযায়ী তারা আওয়ামী লীগের পরিচয় দিয়ে সারাদেশে সহিংসতার পরিকল্পনা করছে। সেই স্কুলছাত্রদের মুজিব কোট গায়ে দিয়ে তারা নাশকতার পরিকল্পনা করছে বলে সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করেন আবদুর রহমান।
এসময় জাপান ভিত্তিক একটি গবেষণা সংস্থার উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন: আওয়ামী লীগ যেখানে ৮০ শতাংশ নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে, সেখানে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকার মাত্র ২৪ শতাংশ নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছিল। তাই আবার নৌকায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।
