Bangladesh
Awami League,BNP, name mayor candidates for Rajshahi,Barishal Sylhet city
এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন- রাজশাহীতে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সিলেটে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এছাড়া কুড়িগ্রাম ৩ আসনের উপ-নির্বাচনে এমএ মতিনকে নৌকা প্রতীকের প্রার্থী করেছে আওয়ামী লীগ।
অপরদিকে বিএনপি প্রার্থীরা হচ্ছেন রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবং বরিশালে সাবেক মেয়র মুজিবর রহমান সরোয়ার। তবে কৌশলগত কারণে তারা এখনও প্রার্থীদেও নাম ঘোষণা করেনি।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়।
এর আগে রাজশাহী সিটি নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয় জোটের বৈঠকে। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নামের প্রস্তাব কেন্দ্রে পাটায় মহানগর আওয়ামী লীগ।
এছাড়া সিলেটে অনুষ্ঠিত সভায় মেয়র পদে নিজেদের প্রার্থিতার ঘোষণা দেন দলের পাঁচ নেতা। তারা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার ও অধ্যাপক জাকির হোসেন এবং শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।
এদিকে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে প্রার্থীদের নাম চুড়ান্ত করে দলটির মনোনয়ন বোর্ড। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সদস্যরা এই সাক্ষাৎকার নেন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন তাপস। বৃহস্পতিবার সকালে তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তিনি ইকবালের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন। ইকবাল হোসেন তাপস লাঙল প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
