Bangladesh
Auto-Pickup hit, 2 killed in Bangladesh
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৯ : মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাউরভাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার বাসিন্দা মুজাহিদ (৪৫) ও মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার আল আমিন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন চারজন।
আহতদের মধ্যে দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে একজন মারা যান। অন্য দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
