Bangladesh

Anti Drug Campaign: 1 Killed in Coumilla

Anti Drug Campaign: 1 Killed in Coumilla

Bangladesh Live News | @banglalivenews | 07 Aug 2018, 11:21 pm
ঢাকা, আগস্ট ৮ঃ দেশের মাটিতে মাদক বিরোধী চলাকালীন র‍্যাবের গুলিতে কুমিল্লায় এক ব্যাক্তি প্রাণ হারিয়েছেন।

র‍্যাব জানিয়েছেন যে এই গোলাগুলির ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কামাল্লা এলাকায় ঘটে।

 

নিহত ব্যাক্তির পরিচয় হল ফারুক।

 

পুলিশ জানিয়েছেন এই ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনের পাঁচটি মামলা আছে।

 

গোপন খবরের ভিত্তিতে মাদক উদ্ধার করতে কুমিল্লায় মঙ্গলবার অভিযানে যায় র‍্যাব।

 

মাদক কারবারি ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

 

র‍্যাব আত্মরক্ষার জন্য গুলি চালালে পরে ফারুককে আহত অবস্থায় পাওয়া যায়।

 

র‍্যাব জানিয়েছেন যে হাসপাতাল যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

Image: Wikimedia Commons