Bangladesh

Abrar's family consoled by PM Hasina

Abrar's family consoled by PM Hasina

Bangladesh Live News | @banglalivenews | 24 Mar 2019, 08:58 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সম্প্রতি সুপ্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যরা। শুক্রবার (২২ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্যরা দেখা করতে যান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব সাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় একঘণ্টা অবস্থান করেন।’


উপ-প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত¡না দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও আবরারের ছোট ভাই উপস্থিত ছিলেন।