Bangladesh
6 envoys submit identification cards to President Hamid
বাংলাদেশে নিযুক্ত এই আবাসিক দূতেরা হলেন ক্রোয়েশিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, নামিবিয়া, নাইজেরিয়া ও জাম্বিয়া দেশেরে।
বৃহস্পতিবার বিকালে ছয় দূত পৃথকভাবে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির হাতে নিজেদের পরিচয়পত্র জমা দিয়েছেন।
ক্রোয়েশিয়ার পিটার লুবিচিক, ভেনেজুয়েলার আগুস্তো মনতিয়েল, গায়ানার ডেভিড গোল্ডউইন পোলার্ড, নামিবিয়ার পিউস দুনাইস্কি, নাইজেরিয়ার ক্রিস সানডে এজে, এবং জাম্বিয়ার জুডিথ কাসাশি কাল বঙ্গভবনে উপস্থিত হয়েছিলেন নিজেদের পরিচয়পত্র জমা দিতে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই বিষয় সাংবাদিকদের বলেছেনঃ "রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্ব দেয়।"
এই সময় ব্যবসা ও বানিজ্য বাড়ানোর বিষয় গুরতব দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে নিয়োগ হওয়া দূতেরা বাংলাদেশের সাথে অনাদের দেশের সম্পরক আরও দৃঢ় করবার দিকে জোড় দেবেন।
বাংলাদেশে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে সরবরাহ করতে রাজি আছে, জানান রাষ্ট্রপতি।
পাল্টা দূতেরা রাষ্ট্রপতিকে বলেন যে নিজেদের কর্মকালে বাংলাদেশের সাথে স্ব স্ব দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবে।
