Bangladesh

6 arrested in Tangail

6 arrested in Tangail

Bangladesh Live News | @banglalivenews | 17 Nov 2018, 08:58 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ১৭ : টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার শান্তিকুঞ্জ মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি চাপাতি, একটি কিরিচ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।


আটকরা হলো- টাঙ্গাইল শহরের থানা পাড়ার শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে শাহেদ (৩৮), একই এলাকার আফজাল হোসেনের ছেলে সম্রাট (৩০), দুলু শেখের ছেলে জাহাঙ্গীর (২৫), আকুর টাকুর পশ্চিম পাড়ার মফেজের ছেলে কালু মিয়া (৩০), বেপারীপাড়ার স্বপনের ছেলে রানা (২৯) এবং দিঘুলিয়ার মীর বাবুল মিয়ার ছেলে মীর আক্তার হোসেন (৩১)। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ডাকাত সদস্যদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শান্তিকুঞ্জের মোড়ে এলাকায় ১৪ থেকে ১৫ ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।