Bangladesh
56 fishermen goes missing in Bay of Bengal, 4 bodies recovered
এ সময় আরও তিন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো ৫৬ জন জেলে নিখোঁজ রয়েছেন।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার হওয়া জেলেদের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃতদেহগুলো গত ২১ জুলাই রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের বলে জানা গেছে।
ট্রলার ডুবির ঘটনায় বরগুনা জেলার ৬টি ট্রলারের এখনো ৫৬ জেলে নিখোঁজ রয়েছে। গত ২১ জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়।
এরপর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকায় গত তিনদিন ধরে নিখোঁজ জেলেদের সন্ধান শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে সুন্দরবনের মান্দারচর এলাকায় কোস্টগার্ডেও একটি ভ্রাম্যমাণ দলের সঙ্গে দেখা হয় উদ্ধারকারী জেলেদের। পরে কোস্টগার্ডের কাছে তথ্য পেয়ে মান্দার চর এলাকার আশপাশ থেকে নাম-পরিচয়হীন চার জেলের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
