Bangladesh
17 more span to be installed on Padma Setu
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ১২ : দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। মোট ৪১টি স্প্যানের এই পরিকাঠামোর মধ্যে মঙ্গলবার দুপুরে সেতুর জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির ওপর ২৪তম স্প্যান বসানো হয়েছে। এতে সেতুর ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৩তম স্প্যানটি বসানো হয়। ৯ দিনের মাথায় বসল ‘৩-এফ’ নামের ২৪তম স্প্যান।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের এই স্প্যানটি নিয়ে মাওয়া প্রান্ত থেকে রওনা হয় ভাসমান জাহাজ।
৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছায় সকাল ১০টার দিকে। এরপরই স্প্যানটি বসানোর কাজ শুরু করা হয়। বেলা ১টা ২০ মিনিটে স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়।
এভাবে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের মধ্যে ৪১টি স্প্যান বসানো শেষ হবে বলে আশা করা হচ্ছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।
চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
