Bangladesh

10 Bangladeshis killed in Saudi Arabia, identities found

10 Bangladeshis killed in Saudi Arabia, identities found

Bangladesh Live News | @banglalivenews | 04 May 2019, 08:22 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ৪ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের পরিচয় মিলেছে।

দেশটির সাগরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হন।

গুরুতর আহত হন আরও চারজন। বুধবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন :- ১. বাহাদুর, পিুা- হাবেজ উদ্দিন। মাতা- মালেকা। ঝাগরমান কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর- ইড ০৩৩৭২৯৯। ২. মো. রফিকুল ইসলাম, পিুা- মো. আনোয়ার হোসেন। মাতা- মোছা. হিরা খাতুন। মাধবপুর বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া। পাসপোর্ট নম্বর- ইড০৭৯৮০৭৪। ৩. মো. ইউনুস আলি, পিুা- মো. আব্দুল খালেক, মাতা- মোছা. আমেনা খাতুন। রঘুনাথপুর আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। পাসপোর্ট নম্বর ইণ ০৫২৫৪৯৩।

 

৪. মো. জামাল উদ্দিন মাঝি, পিুা- মান্নান মাঝি, মাতা- নুরজাহান। তারাকান্দি মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: ইঘ ০৫৭১৭৩৬। ৫. মো. গিয়াসউদ্দিন মৃধা, পিুা- মো. তফিজউদ্দিন মৃধা। মাতা- মোছা. হামিদা। তেগরা মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর: ইখ ০১৭৭৮১৭। ৬. মো. জুয়েল, পিুা- মো. গিয়াসউদ্দিন মাতা- আমেনা খাতুন। বাহাদিয়া পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। পাসপোর্ট নম্বর: ইঊ ০২৪৫৪০৬। ৭. মো. ইমদাদুল, পিুা- রশিদ, মাতা- মোছা. কাজলি বেগম। তাতারদি শেখেরগাঁ মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: ইঢ ০৪০০৩৪৮। ৮. মো. মানিক, পিুা- মো. রমজান আলী, মাতা- মোছা. মানিকজান। তুরুকবাড়িয়া মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর: ইঢ ০৫০৫৯৫৩। ৯. মো. আল আমিন, পিুা- আব্দুল মান্নান শেখ মাতা- পদেনা বেগম। দমনমারা খিদিরপুর মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: ইচ ০০৪৯৫২৩। ১০. মো. মনির, হোসেন পিুা- মো. শামসুল হক মাতা- মমুাজ বেগম। কস্তুরিপাড়া কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর: ইঢ ০৫৬৪৮১৮।


সৌদির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে।  দুর্ঘটনায় আহত নাজমুল নামের এক বাংলাদেশি জানান, আমরা দু’জন সুস্থ আছি। তিনজনের অবস্থা একটু খারাপ। ১০ জন মারা গেছে।


মাইক্রোবাসে ১৭ জন ছিলেন। ঘটনার আগের দিন (৩০ এপ্রিল) রাতে দাম্মাম থেকে মদিনার দিকে যাচ্ছিলেন তারা। পরদিন সকাল সাড়ে ৭টায় হঠাৎ গাড়ির চাকা বার্স্ট হয়। গাড়িটা ডিগবাজি খেয়ে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।