Bangladesh

1 drug peddler killed in police firing

1 drug peddler killed in police firing

Bangladesh Live News | @banglalivenews | 18 Jun 2018, 09:51 am
ঢাকা, জুন ১৮ঃ দুই দল মাদক বিক্রেতার মধ্যে বন্দুকযুদ্ধ হওয়ার ফলে যশোরের অভয়নগর উপজেলায় একজন প্রাণ হারিয়েছেন, সোমবার পুলিশ জানিয়েছেন।

সোমবার ভোরে উপজেলার চেঙ্গুটিয়ায় এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

 

নিহত ব্যাক্তির নাম হল  শহিদুল ইসলাম।

 

পুলিশ জানিয়েছেন যে নিহত ব্যাক্তির নামে থানায় মাদক মামলা রয়েছে।

 

পুলিশ দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটেছে এই খবর পেয়ে ঘটনাস্থলে যান।


মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার পরে ঘটনাস্থল থেকে পুলিশ  গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

 

একটি পাইপগান, দুটি গুলি ও ১২০টি ইয়াবা এই স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

 

ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে এই মুহূর্তে নিহত ব্যাক্তির লাশ রাখা আছে।

 

Image: Internet Wallpaper